সীতাকুণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেলে ব্যবস্থা: বেনজির আহমেদ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৭, ২০২২, ১২:৫০ পিএম

সীতাকুণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেলে ব্যবস্থা: বেনজির আহমেদ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকা পরিদর্শন করেছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, এ ঘটনায় সিআইডি ও ফায়ারসার্ভিসের দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাবার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সীতাকুণ্ডের ঘটনায় কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার রাতে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে আসে মঙ্গলবার সকালে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। 

Link copied!