হবিগঞ্জে ট্রলারডুবে ৪ নারীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৮:০৪ এএম

হবিগঞ্জে ট্রলারডুবে ৪ নারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবে চার নারীর মৃত্যু হয়েছে। তারা সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।বুধবার রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিকারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫) ও কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি ট্রলারে করে বাহুবল উপজেলার স্নানঘাট থেকে হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে যাওয়ার পথে রউয়াইল হাওরে পৌঁছার পর হঠাৎ ট্রলারটি ডুবে যায়। এতে হাওরের পানিতে ডুবে চার নারী মারা যান।

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খয়ের বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে চার জনের মৃত্যু হয়েছে।

Link copied!