অক্টোবর ৮, ২০২৩, ০৯:৫৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। অন্যদিকে লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক।
রবিবার (৮ অক্টোবর) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, একাদশ সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হয় লক্ষ্মীপুর-৩ (সদর) আসন। আরেক আলোচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হয় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন।
এই দুই আসনে আগামী ৫ নভেম্বর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩ অক্টোবর এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। নির্বাচনে কোনো সিসি ক্যামেরা থাকবে না, ভোট হবে ব্যালটে।
এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর নাগাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে এই উপনির্বাচনে যিনিই নির্বাচিত হবেন, তিনি হবেন মাত্র এক মাসের জন্য সংসদ সদস্য।