দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কার্যালয়ে সর্বমোট ১১৯টি মনোনয়ন পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর)সন্ধ্যায় ফরম গ্রহণ কার্যক্রম শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগ ১৩টি, জাতীয় পার্টি ১৭টি, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি ১২টি, জাকের পার্টি ৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ ৩টি, জাতীয় পার্টি-জেপি ২টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ ১২টি, বাংলাদেশ সুপ্রিম পাটি-বিএসপি ৬টি, বাংলাদেশ কল্যাণ পাটি ১টি, তৃণমূল বিএনপি ৭টি, বিকল্পধারা বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বি এন এম ১টি, বাংলাদেশ কংগ্রেস ৬টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) ২টি, ইসলামী ঐক্যজোট (আইওজে) ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ৬টি, গণতন্ত্রী পার্টি ১টি, মুক্তিজোট ৪টি, গণ ফ্রন্ট ৩টি, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ২টি ও স্বতন্ত্র ১৩টি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।