মেট্রোরেলে যুক্ত হলো ২৬টি ট্রেন, কমলো বিরতির সময়

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৫:৩৯ এএম

মেট্রোরেলে যুক্ত হলো ২৬টি ট্রেন, কমলো বিরতির সময়

মেট্রোরেল। ফাইল ছবি

মেট্রোরেলে যুক্ত হয়েছে আরও ২৬টি ট্রেন। ফলে আজ শনিবার থেকে মেট্রো চলাচলে মাঝের বিরতি (ফ্রিকোয়েন্স) আরও কমেছে।

আপ-ডাউন মিলিয়ে মেট্রো পরিষেবা ১৫২ থেকে বেড়ে ১৭৮টি হবে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

তিনি বলেন, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৪৮ মিনিট পর্যন্ত ‍‍`পিক আওয়ার‍‍` বিবেচনা করে প্রতি ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে। ফলে ট্রেন চলাচলের মাঝখানের বিরতি এখনকার ১০ মিনিট থেকে কমে ৮ মিনিটে নেমে আসবে।

এম এন ছিদ্দিক জানান, উত্তরা থেকে সকাল ১১টা ৪৯ মিনিট থেকে ‍‍`অফ পিক আওয়ার‍‍` বিবেচনা করে ১২ মিনিট পর পর মেট্রোরেল চলবে বিকাল ৩টা ১২ মিনিট পর্যন্ত। আবার বিকাল ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত ফের ‍‍`পিক আওয়ার‍‍` বিবেচনায় ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে।

তিনি বলেন, নতুন সময় অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ‍‍`স্পেশাল অফ পিক আওয়ার‍‍` বিবেচনা করে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলবে।

তিনি আরও জানান, মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ‍‍`স্পেশাল অফ পিক আওয়ার‍‍` বিবেচনা করে ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে। তারপর সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত ‍‍`পিক আওয়ার‍‍` বিবেচনা করে প্রতি ৮ মিনিট পর পর মেট্রো চলবে।

দুপুর ১২টা ৯ মিনিট থেকে ‍‍`অফ পিক আওয়ার‍‍` বিবেচনা করে ১২ মিনিট পর পর মেট্রোরেল চলবে বিকাল ৩টা ৫২ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গত, বর্তমানে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে প্রায় ১৩ ঘণ্টার জন্য মেট্রোরেল চলে। সকাল ৭ টা ১০ মিনিট এবং সকাল ৭ টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটো মেট্রোরেলে শুধু এমআরটি এবং র‍্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৮ টার পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলেও শুধু এমআরটি এবং র‍্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

Link copied!