দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি নিবন্ধিত দল প্রার্থী দিয়েছে। আর স্বতন্ত্র এবং দলগুলো থেকে মোট দুই হাজার সাতশ ৪১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
এখন নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৪৪টি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তখন ইসিতে নিবন্ধিত ছিল ৩৯টি দল।
ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ইসি সচিবালয় রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে শুধু আসনভিত্তিক মনোনয়নপত্র জমাদানকারীদের সংখ্যা সংগ্রহ করা হয়েছে। দলভিত্তিক প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সংখ্যার চূড়ান্ত হিসাব এখনো করেনি ইসি সচিবালয়।
আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বাছাই। বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন। আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।