আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া যাবে যা চলমান থাকবে ২১ নভেম্বর পর্যন্ত।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় অন্য সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। আগামী ২১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
অতিরিক্ত লোকসমাগম এড়িয়ে প্রার্থী নিজে অথবা প্রার্থীর পক্ষ থেকে একজন প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার আহবান জানানো হয়।
মনোনয়ন কিনতে হলে যা আনতে হবে সাথে -
প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ; ফটোকপির ওপর মোবাইল নম্বর ; সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ ; আওয়ামী লীগ নির্ধারিত মনোনয়ন ফরমের মূল্য পঞ্চাশ হাজার টাকা।
এছাড়াও ঝামেলা এড়াতে প্রথমবারের মতো অনলাইনে মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে আওয়ামী লীগ।