বৃহস্পতিবার বসছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৩, ০১:৪৯ পিএম

বৃহস্পতিবার বসছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় শুরু হয়ে এই সভা চলবে টানা কয়েকদিন।

মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সভা। সভার প্রথম দিনে চূড়ান্ত করা হবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনের মনোনয়ন।

এই সময়ের আগেই মনোনয়ন প্রত্যাশীদের দলীয় ফরম সংগ্রহ করতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

এদিকে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টা  থেকে শুরু হওয়া মনোনয়ন সংগ্রহ ও জমাদান চলে মঙ্গলবার (২১ নবেম্বর)  বিকেল ৫টা পর্যন্ত। তবে এদিন অনলাইনে মনোনয়ন জমা দেয়ার সময়সীমা রাখা হয়েছে মধ্যরাতের ১২ টা পর্যন্ত।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় অন্য সব বিভাগের মনোনয়ন ফরম সরাসরি জমা নেওয়া হয় আগামী ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

তফসিল অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

Link copied!