ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৭:৩৫ এএম
সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের উপ-পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন। তারা বাংলাদেশে প্রবেশ করা সকল বিজিপি সদস্যদের ফিরিয়ে নিবে। তবে কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নেয়া হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ড. হাছান মাহমুদ আরও বলেন, দুই দেশের মধ্যে কথা চলমান রয়েছে বিধায় এখনও জাতিসংঘসহ অন্যান্য সংস্থাকে যুক্ত করার অবস্থা নেই।
ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতেরা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কীভাবে ফিরিয়ে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।
তিনি জানান, এর আগে মিয়ানমার থেকে ভারতেও আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছিল। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন। আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়। সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।
তবে ঠিক কোন পদ্ধতিতে ফিরিয়ে নেয়া হবে সেই বিষয়ে কোন বিস্তারিত আলাপ হয়নি। তাদেরকে কি আকাশপথে নাকি নৌপথে ফিরিয়ে নেয়া হবে এ বিষয়টি নিয়ে আলাপ হচ্ছে। কয়েকদিন আগে ভারতের সীমান্তে মিয়ানমারের বিজিপি সদস্য প্রবেশ করলে তাদেরকে আকাশপথে ফিরিয়ে নেয়া হয়েছিল।
আর জো বাইডেনের চিঠির পর নির্বাচন ও দেশের রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আর কিছু ধোঁয়াশা থাকার কথা নেই বলে উল্লেখ করেন তিনি।