জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:১৮ পিএম
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও পশ্চিমবঙ্গের মালদার যে অঞ্চলে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল, তা নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় বিএসএফ।
আলোচনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে গণমাধ্যমের একাংশে সীমান্ত সমস্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এবং সমস্যাকে বাড়িয়ে চড়িয়ে দেখানো হচ্ছে। এধরনের প্রবণতা বন্ধ করা দরকার বলে দুই বাহিনীই সিদ্ধান্ত নিয়েছে।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বুধবার সেক্টর কমান্ডার পর্যায়ের ওই বৈঠক হয়। সেখানে অন্যান্য বিষয়ের সঙ্গেই আলোচনায় উঠে এসেছিল গত শনিবার মালদার সুকদেবপুর সীমান্তে অস্থিরতার বিষয়টিও।
সেদিন বাংলাদেশ ও ভারত –দুই দিকেরই গ্রামবাসী জড়ো হয়েছিলেন সীমান্তের জিরো লাইনের কাছে। ভারতীয় গ্রামবাসীদের অভিযোগ ছিল বাংলাদেশি গ্রামের মানুষরা অনেকদিন ধরেই ভারতের জমিতে এসে আমগাছ, ক্ষেতের ফসল কেটে নিয়ে যায়। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন তারা।
দুই দেশের গ্রামবাসীদের মধ্যে অশান্তি যাতে আর না বাড়ে, সেজন্য দুই সীমান্তরক্ষী বাহিনীও ওই গ্রামে বড় সংখ্যায় হাজির হয়েছিল বলে বিএসএফের তরফে জানানো হয়। ভারতীয় গ্রামবাসীদের সরিয়ে দিতে তারা টিয়ার শেলও নিক্ষেপ করতে বাধ্য হয়।
যদিও স্থানীয়ভাবে বলা হতে থাকে যে বিএসএফের টিয়ার শেল বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে পড়েছিল।
এই ঘটনার আগে সীমান্তের জিরো লাইনে বিএসএফ এক-সারির কাটাতারের বেড়া লাগানোর কাজ শুরু করার পর থেকেই সেখানে উত্তেজনা ছড়ায়।
সীমান্ত অঞ্চলে কৃষক ছাড়া অন্য ব্যক্তিদের ঘোরাফেরা বন্ধ করার ব্যাপারেও দুই বাহিনী ঐকমত্যে পৌঁছেছে বলে বিএসএফ দাবি করছে।