আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিতে এসে লঙ্কাকাণ্ড বাধিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। বিশাল শোডাউন নিয়ে ছাদ খোলা ব্যক্তিগত গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মী ও জনসাধারণের মাঝে বিলিয়েছেন কমলা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর জিপিও মোড় এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, দুই ছেলে সোলায়মান সেলিম ও ইরফান সেলিমকে নিয়ে এই পুরো রাস্তা জুড়ে কমলা বিতরণ করতে করতে দলীয় কার্যালয়ের সামনে আসেন ঢাকা-৭ আসনের এই আলোচিত ও সমালোচিত সংসদ সদস্য হাজী সেলিম।
এসময় ২৫টি ঘোড়ার গাড়ি অর্ধশত মোটরসাইকেল ও ১৫টি গাড়ির বহর নিয়ে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এসেছেন হাজী সেলিম।
গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার নির্বাচনী এলাকায় ছাদখোলা গাড়িতে চড়ে তিনি খেজুর ও চকলেট বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে।
গত রবিবার মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে দলীয় কার্যালয় থেকে একই আসনে তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাজী সেলিম ও তাঁর দুই ছেলে।