হঠাৎ ভোটের পরিমাণ বেড়ে গেলে অ্যাপের মাধ্যমে বিশ্লেষণ : সিইসি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২৩, ০৮:০৫ এএম

হঠাৎ ভোটের পরিমাণ বেড়ে গেলে অ্যাপের মাধ্যমে বিশ্লেষণ : সিইসি

তফশিল ঘোষণার পরই সবার জন্য উন্মুক্ত করা হবে অ্যাপটি। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ।

স্বচ্ছতার জন্য ২ ঘণ্টা পর পর ভোট হঠাৎ যদি বেড়ে যায় তাহলে বিশ্লেষণ করা যাবে নতুন অ্যাপের মাধ্যমে। প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনী পরিবেশ তৈরি করতে এই অ্যাপ সহায়ক। বিভিন্ন শোডাউনসহ নানা বিষয় কমানো যাবে এই অ্যাপের মাধ্যমে। 

রবিবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনলাইনে নির্বাচন ব্যবস্থাপনার অ্যাপের উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন। 

অ্যাপে ভোটারের তথ্যের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নির্বাচনি কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পরিচয় ও ফোন নম্বর দেওয়া আছে। 

প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে জটিলতা এড়াতে এবারের নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। সেই সঙ্গে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে জামানতের টাকা পরিশোধের সুযোগও থাকছে। 

ইসি মো. আনিছুর রহমান বলেন, এই অ্যাপের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। ভোটারদের আপডেট পেতে সহায়ক হবে অ্যাপটি। আমাদের সিস্টেম ম্যানেজার অ্যাপস নিয়ে বিস্তারিত বলেছেন। এই অ্যাপসের মাধ্যমে অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে। 

আগে সশরীরে মনোনয়ন জমা দিতে এসে অনেক লোকসমাগম হতো এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হতো। এসব কারণেই আমরা একটা অনলাইন সিস্টেম চালু করেছি। এতদিন এটা অনলাইনে ট্রায়ালে ছিল। বেশ কয়েকটা উপনির্বাচনে এবং স্থানীয় সরকারের নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা ট্রায়ালে ছিল। 

এর পাশাপাশি ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’র ফলে কার ভোটার নম্বর কত, কোন কেন্দ্রে ভোট দিতে হবে এগুলোর আর দরকার হবে না। এই ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ এ জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবে। এই অ্যাপটা অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতার টুল হিসেবে ব্যবহার হবে। এই কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই সবকিছু স্বচ্ছভাবে করে আসছে।

ইসি রাশেদা সুলতানা  বলেন, নমিনেশন পেপার সাবমিট থেকে শোডাউন করে আচরণবিধি ভঙ্গ হয়। স্বচ্ছ  জবাবদিহিতামূলক হবে। সম্ভাব্য প্রার্থীরা সুন্দরভাবে ব্যবহার করুন।

ইসি ব্রি. জে. অব. আহসান হাবিব খান বলেন, ১৯টি দলের রাজনৈতিক দলের প্রতিনিধি এসেছেন। আচরণবিধি লংঘন হবে না। মনোনয়নপত্র ফিরিয়ে আনতে চাপ দিতে পারবে না। প্রার্থীদের যোগ্যতা সততা জানতে পারবে ভোটাররা। 

ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, এবার আপিলের সময় ৫ দিন। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সবাই অভিযোগ দিতে পারে।

গত কমিশনই এই অ্যাপটি ব্যবহারে আইন করেছে উল্লেখ করে ইসি মো. আলমগীর  বলেন, গত কমিশন আইন করেছে অ্যাপটি ব্যবহারে। ভারতের থেকে অনুপ্রাণিত হয়েছি। প্রার্থীর বিষয়ে অপপ্রচার কমবে। ভোটের হার ২ ঘণ্টা পর পর জানা যাবে। বিভ্রান্তি দূর হবে।

Link copied!