অক্টোবর ২৮, ২০২৩, ০৭:২৩ পিএম
বর্তমান সরকারের পতন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর মতিঝিলে সমাবেশ ডেকেছিল জামায়াতে ইসলামী। তবে পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি তাদের।
অনুমতি না পেলেও সকাল থেকে মতিঝিল, আরামবাগ এলাকায় জড়ো হয়েছেন জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টার আরামবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল নয়টার দিকে দলটির অর্ধশতাধিক নেতা-কর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে নেতা-কর্মীরা আরামবাগ থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত পুরো সড়কে অবস্থান নেন। কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে স্বাভাবিক হয়।
জামায়াতের নেতা-কর্মীরা জানান, দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন- সমাবেশের বিষয়ে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিক অনুমতি পেলে সমাবেশস্থলে প্রবেশ করবেন।
এদিকে, জামায়াতের নেতা-কর্মীদের আরামবাগ মোড় পার হতে দিচ্ছে না পুলিশ। আরামবাগ মোড়ে পুলিশ সকালেই ব্যারিকেড দিয়ে রাখে।
পুলিশ আরেকটি ব্যারিকেড দিয়েছে মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে।
আরামবাগ-নটর ডেম কলেজ এলাকার সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সাধারণ লোকজনকেও এই পথে চলাচল করতে দেওয়া হচ্ছে না।
এবিষয়ে ডিএমপি মিডিয়া ডিসি ফারুক হোসেন জানান, জামায়েত ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, সেই স্বিদ্ধান্তই রয়েছে। আর মৌখিক অনুমতি ও দেওয়া হয়নি।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান আজ সকাল ১০টার আরামবাগ এলাকায় এসে বলেন, জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তাই জামায়াতকে মহাসমাবেশ করতে দেওয়া দেবে না পুলিশ। জামায়াত মহাসমাবেশ করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়ার কথা এখন পর্যন্ত জানায়নি পুলিশ। দুই দিন ধরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলে এসেছেন, জামায়াতকে ঢাকায় মহাসমাবেশ করতে দেওয়া হবে না।