আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করতে মোট ৩ হাজার ৩৬২ জন গণভবনে এসেছেন।
রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার আগে থেকেই আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনের সামনে দেখা যায় দীর্ঘ সারি।
সকাল দশটা থেকেই প্রবেশ করতে শুরু করেন নৌকার মনোনয়ন প্রত্যাশীরা সাথে এসছেন সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।
এর আগে, গত শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩৩৬২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন।