মহান বিজয় দিবসে এই পরিবারের মতো হাজারো মানুষ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসছে। পরাধীনতা ঘোচাতে জাতির যে বীর সন্তানেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন, কৃতজ্ঞ জাতি স্মৃতিসৌধে ফুল দিয়ে, নীরবতা পালন করে তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।
শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের।
এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। লাল-সবুজ রঙের পরিধেয় বস্ত্র আর হাতে জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধ এলাকায় হাজির হওয়া শিশু-কিশোর ও নারী-পুরুষের ঢল যেন এক নতুন বাংলাদেশের চিত্র ফুটিয়ে তুলেছে।
সকাল থেকেই স্থানীয় প্রশাসন, পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, প্রেস ক্লাব ও সামাজিক সংগঠনসহ সব বয়সী মানুষকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।
এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগ, গণফোরাম, জাসদ ও বাম দলসহ নানা রাজনৈতিক দল বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে। স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনে আনন্দের পাশাপাশি বেদনাও বাজে বাঙালির বুকে। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করেছে জানা-অজানা সেসব শহীদকে।