সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৫:৫৪ পিএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
নাবিকদের ভিসা ও ট্রানজিট পাস সংক্রান্ত জটিলতা দূর করতে কাজ করছে সরকার।
রবিবার বিশ্ব নৌ দিবস উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতর, মেরিটাইম ইনস্টিটিউট ও সংস্থা আয়োজিত রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা বলেন।
তিনি বলেন, আমদের দেশের সী ফেয়ারার রা বেশ কিছু দেশে গেলে, তখন তাদের ভিসা রিলেটেড ইস্যু, ট্রানজিট পাস সহ অনান্য বিষয় গুলো নিয়ে বেশকিছু দেশে চ্যালেঞ্জ এর মুখে পড়ে আমরা একে একে সব দেশেই বিষয়টি সমাধান করার কাজ করছি এবং ভারতের সাথেও এই নিয়ে বৈঠক হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিটি সেক্টরকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে তার প্রতিফলন হংকং কনভেনশনের রেডিফিকেশন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে এবং আমাদের এক্সপোর্টের প্রায় ৮০ থেকে ৯০ ভাগের বেশি মেরিটাইম রুটে যায় এবং ইউরোপের একাধিক গন্তব্যে আমরা সরাসরি শিপিং চালু করেছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক।
এছাড়া অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিবের ধারণকৃত বাণী প্রচার, মূল প্রবন্ধ ও পেপার প্রেজেন্টেশন, ‘বিশ্ব নৌ দিবস ২০২৩’ এর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, মেরিটাইম খাতে অবদানের জন্য পুরস্কার প্রদান ও কেক কাটা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম পৃথক বাণী দিয়েছেন।
‘বিশ্ব নৌ দিবস দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে এবার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘এমএআরপিওএল অ্যাট ৫০-আওয়ার কমিটমেন্ট গো অন’ অর্থাৎ ‘৫০এ এমএআরপিওএল, আমাদের প্রতিশ্রুতি অব্যাহত’ এমএআরপিওএল হচ্ছে অপারেশনাল বা দুর্ঘটনাজনিত কারণে জাহাজ দ্বারা সামুদ্রিক পরিবেশের দূষণ প্রতিরোধের প্রধান আন্তর্জাতিক কনভেনশন।