কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে ট্রেন চলবে ১ আগস্ট থেকে

জাতীয় ডেস্ক

জুলাই ৩০, ২০২৪, ০৭:০২ পিএম

কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে ট্রেন চলবে ১ আগস্ট থেকে

ছবি: সংগৃহীত

কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে ট্রেন পরিষেবা আবারও চালু হবে ১ আগস্ট থেকে।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর ঠিক করা হয়, আপাতত স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করবে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের ডিরেক্টর ট্রাফিক (বাণিজ্যিক) মো. নাহিদ হাসান খান। তিনি বলেন, “কারফিউ শিথিল থাকাকালীন বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের লোকাল, মেল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেনের কার্যক্রম আবারও চালুর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।”

এর আগে ২৭ জুলাই বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেছিলেন, “আজকের দিন পর্যন্ত আমরা যাত্রীবাহী ট্রেন পরিচালনার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। রেলপথ যাত্রীদের জন্য নিরাপদ মনে করলে আমরা ট্রেন চালু করব। এতে সময় লাগতে পারে। এখন আমরা শুধু বিজিবির সহযোগিতায় তেলবাহী ট্রেন চালানো হচ্ছে।”

গত ২৪ জুলাই রেলওয়ে কর্তৃপক্ষ রেল কার্যক্রম আবারও শুরুর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই রাতে পরদিন থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে এটি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধের পর গত ১৮ জুলাই থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, চলমান অস্থিরতায় দেশের বিভিন্ন স্থানে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Link copied!