ডিসেম্বর ১৭, ২০২৪, ০১:১৪ পিএম
বকেয়া বেতন ও চাকরি নিয়মিত করার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের কাছে রেললাইন অবরোধ করেছেন রেলওয়ের অস্থায়ী কর্মীরা। খবর দ্য ডেইলি স্টার।
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে তারা এই অবরোধ করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আন্দোলনরত এক কর্মী দ্য ডেইলি স্টারকে জানান, পাঁচ মাসের বকেয়া বেতন এবং চাকরি নিয়মিত করণের দুই দফা দাবিতে তারা রেললাইন অবরোধ করেছেন।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন।