সময়রেখা: কী হয়েছিল ‘এমভি আবদুল্লাহ’ জাহাজের সঙ্গে?

হাসনাত আসিফ কুশল

মে ১৪, ২০২৪, ০৬:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। তখন থেকে এখন পর্যন্ত ‘এমভি আবদুল্লাহ’ জাহাজকে ঘিরে যত ঘটনাপ্রবাহ, জেনে নিন।

অপহরণের স্থান: সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল পূর্ব দিকে।

মার্চ ১২
ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আব্দুল্লাহ‍’।

মার্চ ২০
সোমালিয়ার উপকূলে নেওয়ার আটদিনের ব্যবধানে দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের সঙ্গে যোগাযোগ করে।

আরও পড়ুন: দেশে ফিরলেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক

এপ্রিল ১৪
৫ মিলিয়ন ডলার মুক্তিপণ দিয়ে জাহাজের নাবিকরা মুক্ত হন। মুক্তিপনের অর্থ নিয়ে ফেরার পথে আটজন জলদস্যুকে গ্রেপ্তার করে সোমালিয়ার পুলিশ।

এপ্রিল ২২
আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় ‘এমভি আব্দুল্লাহ‍’।

এপ্রিল ৩০
অন্য একটি বন্দর থেকে ৫৬ হাজার টন চুনাপাথর লোড করে আমিরাত ছেড়ে বাংলাদেশের পথে যাত্রা করে জাহাজটি।

মে ১৩
সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে ‘এমভি আব্দুল্লাহ‍‍’। পরে রাত সাড়ে ১০টার দিকে নাবিকদের নতুন একটি দল জাহাজটির দায়িত্ব নিতে যায়।

মে ১৪
একটি লাইটার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছান মুক্তি পাওয়া নাবিকরা।

Link copied!