গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র তুললেন ট্রান্সজেন্ডার উর্মি, লড়বেন চুমকির বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৩, ০৫:৩০ পিএম

গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র তুললেন ট্রান্সজেন্ডার উর্মি, লড়বেন চুমকির বিপক্ষে

লিবারেল ইসলামিক জোট থেকে গাজীপুর–৫ আসনে মনোনয়ন পাওয়া ঊর্মি। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, গাজীপুর সদরের আংশিক ও গাজীপুর সিটির আংশিক) আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলেছেন ট্রান্সজেন্ডার ঊর্মি। আসনটিতে তাঁকে মনোনয়ন দিয়েছে লিবারেল ইসলামিক জোট।

১৯ নভেম্বর গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র তুলেছেন বলে জানিয়েছেন উর্মি৷

উর্মি সাংবাদিকদের বলেন, ‘দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। বুধবার আমি মনোনয়নপত্র জমা দেবে। এখন আমি কাগজপত্র ঠিক করছি। আশা করছি, মানুষ আমাকে ভোট দিয়ে সব সময় তাদের পাশে থাকার সুযোগ দেবে।’

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেওয়ার পর নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। নতুন এই দলের প্রতীক একতারা। তাদের নেতৃত্বে ছয় দলের লিবারেল ইসলামিক জোট এবারের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারির নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি ছাড়াও লিবারেল ইসলামিক জোটের সঙ্গীরা হলো ইসলামিক ঐক্য জোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ, বাংলাদেশ জনদল (বিজেডি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) ও কৃষক শ্রমিক পার্টি।

গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান। ফলে এই আসনে  ঊর্মির প্রতিদ্বন্দ্বী চুমকি।

মনোনয়ন পাওয়া ঊর্মি গাজীপুর সদর উপজেলার পুবাইলের বাড়ৈবাড়ি এলাকার ফাইজ উদ্দিন ও ছালেহা খাতুনের সন্তান।

Link copied!