সামাজিক মাধ্যমে তরুণীকে লাঠিপেটার ভিডিও, ‘আপন কফির’ দুই কর্মী রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৫, ০৫:৫৬ পিএম

সামাজিক মাধ্যমে তরুণীকে লাঠিপেটার ভিডিও, ‘আপন কফির’ দুই কর্মী রিমান্ডে

ছবি: সংগৃহীত

ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ এর সামনে তরুণীকে লাঠিপেটা করার ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর গ্রেপ্তার দোকানটির দুই কর্মীকে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রিমান্ড আবেদন শুনানির পর মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন-আপন কফি হাউজের ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

রামপুরা থানার (নারী-শিশু) আদালত প্রসিকিউশন বিভাগের এসআই জাহিদুল ইসলাম রিমান্ডের তথ্য দিয়েছেন। খবর বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম।

সোমবার ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী।

ভিডিওটি ফেইসবুকে শেয়ার করে অনেকেই ঘটনার সমালোচনা করেন এবং জড়িতদের শাস্তি দাবি করেন।

সেদিন বিকাল ৩টার দিকে আপন কফির দুই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ।

তিনি বলেছেন, ঘটনাটি গত ১১ তারিখের, সোমবার ভিডিও ভাইরাল হওয়ার পর কফি শপটির ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভকে আটক করা হয়েছে।

“ভিডিওতে ওই তরুণীকে লাঠি দিয়ে যাকে পেটাতে দেখা গেছে সে শুভ।”  

তবে ভুক্তভোগী তরুণীর খোঁজ না পাওয়ার বিষয়টি জানিয়ে ওসি বলেছিলেন, “আমরা ওই তরুণীকে বিভিন্ন মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে বা তার অভিভাবককে না পেলে পুলিশই বাদী হয়ে মামলা করবে।”

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইন এবং ৩২৩ ধারায় মামলা করে রামপুরা থানা পুলিশ।

মামলায় বলা হয়েছে, আপন কফি হাউজে ১১ এপ্রিল বিকাল ৫টা ২০ মিনিটে এই তরুণীর সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়া হয়’। বিষয়টি ‘ধামাচাপা’ দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই মো. মহসিন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানির পর আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।

Link copied!