যারা মানবাধিকারের কথা বলে, তাদের কণ্ঠ ১৯৭১ সালে কোথায় ছিল: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৩, ০৭:৩২ পিএম

যারা মানবাধিকারের কথা বলে, তাদের কণ্ঠ ১৯৭১ সালে কোথায় ছিল: দীপু মনি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

যারা আমাদের মানবাধিকারের কথা বলে, তাদের কণ্ঠ ১৯৭১ সালে কোথায় ছিল ওই সময় তারা মানবাধিকার লঙ্ঘনকারীদের পক্ষে ছিল।

বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আজকে অনেকে আমাদের কে গণতন্ত্র আর মানবাধিকারের সবক দেন। যারা সবক দিতে আসেন, তাদের কারোই অতীতে ত্যাগের ইতিহাস জানা নেই। ২১ আগস্ট সহ শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছিল, তখন কোথায় ছিল গণতন্ত্র-মানবাধিকার কর্মীরা।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে তাদের কণ্ঠ কোথায় ছিল? ওই সময় তারা তো মানবাধিকার লঙ্ঘনকারীদের পক্ষে ছিল। ’৭৫-এ তারা তো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। সেদিন যারা নিহত হয়েছেন, তাদের মানবাধিকার ছিল না? বিচার চাওয়ার অধিকার ছিল না?

২১ শে আগষ্ট এর কথা স্বরন করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ২০০৪-এর ২১ আগস্টে ১৯৭৫-এর অসমাপ্ত কাজ করার জন্য সেই ঘাতকরা শেখ হাসিনাকে শুধু হত্যা করা নয়, সমগ্র আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছিল।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ডিস্টিংগুইশ অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-অর-রশীদ, প্রফেসর ড. মুনতাসীর মামুন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

Link copied!