দ্বিতীয় দিনের মতো আজ বুধবারও (২৯ সেপ্টেম্বর) চলবে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। প্রথম দিনে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আজও অব্যাহত থাকবে এ কর্মসূচি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশেষ টিকা ক্যাম্পেইনের কর্মসূচি নেয়া হয়। মঙ্গলবার প্রয়োগ করা হয়েছে রেকর্ড সংখ্যক টিকা। প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয় ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সিটি করপোরেশন ও শহর এলাকায় দেয়া হয় ভ্যাকসিন।
কর্মসূচিতে ৭৫ লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ক্যাম্পেইনে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। ষাট বছরের বেশি বয়স্ক নাগরিকরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণে অগ্রাধিকার পাচ্ছেন। মঙ্গলবার যারা টিকা নিয়েছেন, একমাস পর অক্টোবরের ২৮ তারিখে দ্বিতীয় ডোজ পাবেন তারা।