আবারও মিয়ানমারকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৭:৫৭ পিএম

আবারও মিয়ানমারকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘেঁষে অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্য। সীমান্তবর্তী এই রাজ্যে মাসখানেক ধরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘর্ষ ও গোলাগুলি চলছে। সেই গুলি বাংলাদেশের সীমানায় এসেছে। এ বিষয়ে শনিবার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছেন, `বাংলাদেশ সীমান্তের দিকে গুলি চালানো থেকে বিরত থাকতে মিয়ানমার সরকারকে সতর্ক করা হয়েছে।'

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে কয়েকটি মর্টার শেল পড়েছে। ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকেও একটি বার্তা পাঠিয়েছি। আমি আশা করি মিয়ানমার শিগগিরই সংযম দেখাবে।'

স্ত্রীকে হত্যার দায়ে কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষ না করা পর্যন্ত বাবুল আক্তারের অভিযোগ সম্পর্কে কিছু বলা যাবে না।

প্রসঙ্গত, হেফাজতে নির্যাতনের অভিযোগে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার।

Link copied!