পৌষের শেষ ভাগে এসে শীত যেন হঠাৎ উধাও। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সোমবার (৩ জানুয়ারি) থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। মঙ্গলবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। দেশের উত্তরাঞ্চলে এই শৈত্যপ্রবাহ আসতে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই শৈত্যপ্রবাহ দুই থেকে তিনদিন স্থায়ী হতে পারে।
এদিকে, গত এক সপ্তাহ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ুকে চিহ্নিত করে এসেছেন আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, জানুয়ারি মাসে এই উষ্ণ পশ্চিমা লঘুচাপ প্রায় ১০ দিন ধরে দেশের ভেতরে সক্রিয় থাকা অস্বাভাবিক। সবচেয়ে শীতল থাকার কথা যে জানুয়ারি মাস, সেখানে শীত বিদায় নেওয়ার মতো আবহাওয়া তৈরি হয়েছে যেন। এর প্রধান কারণ আরব সাগর থেকে আসা মেঘমালা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, সোমবার রাত থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করতে পারে। মঙ্গলবার থেকে উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহটি শুরু হতে পারে। তবে এটি খুব বেশি শক্তিশালী হবে না।
আবহাওয়াবিদেরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের শেষের দিকে তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সেটি বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে। গত নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া শীতকালে এখনো তীব্র শৈত্যপ্রবাহের মুখোমুখি হয়নি দেশ।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার তাপমাত্রা নেমেছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। নদী তীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।