ইবনে সিনায় ‘ভুল’ চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগ নির্মাতা ইমনের

নিজস্ব প্রতিবেদক

জুন ২১, ২০২৩, ০৬:৩৬ পিএম

ইবনে সিনায় ‘ভুল’ চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগ নির্মাতা ইমনের

কয়েকদিন আগে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মারা যান মাহবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতক সন্তান। আজ বুধবার (২১ জুন) জনপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমনের মা পূরবী ঘোষ (৬০) রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে মারা যান। এটিকে ভুল চিকিৎসায় মৃত্যু বলে অভিযোগ করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন।

ইমন বলেন, ‘ইবনে সিনা হসপিটাল-এর ভুল ট্রিটমেন্টের জন্য আমার মাকে হারাতে হলো। শুধুমাত্র পায়ের অপারেশন করল, তাতেই আমার মা নেই। প্রতিবাদ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘গত ১০ জুন বাসার বাথরুমে পড়ে গিয়ে আমার মায়ের পায়ে একাধিক ফাটল দেখা  দেয়। ফলে অপারেশনের প্রয়োজন পড়ে। গত ১৩ জুন কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে আমার মায়ের পায়ের অপারেশন হয়। অপারেশনের একদিন পর থেকে তিনি নিস্তেজ হয়ে পড়েছিলেন। তখন ভালোভাবে চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। এমনকি গতকাল (মঙ্গলবার) যখন আমরা দেখছিলাম তাঁর অবস্থা খারাপ সেই সময়েও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা আমাদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন। বারবার বলার পরও তাঁরা গুরুত্ব দিচ্ছিলেন না। সব শেষ আজ সকালে আমার মা চলে গেলেন।’

জানা গেছে, নিহত পূরবী ঘোষের অপারেশন করেছিলেন চিকিৎসক শাহিদুর রহমান। তিনি ইবনে সিনা হাসপাতালে অর্থোপেডিক বিভাগের চিকিৎসক।

অবহেলায় রোগী মৃত্যুর বিষয়ে ইবনে সিনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) পারভেজ কবির বলেন, রোগী মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।

Link copied!