জুন ১৫, ২০২৩, ০৮:১০ পিএম
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নির্বিঘ্নে কেনাবেচার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হাইওয়ে ও নৌ পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য ছাড়া হাইওয়েতে পশুবহনকারী গাড়ি থামানো যাবে না। এব্যাপারে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান হুঁশিযারি উচ্চারণ করে বলেছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া গাড়ি থামালে তা বরদাশত করা হবে না। এছাড়াও হাইওয়ে ও নৌ পুলিশের পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণকেও কিছু ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।
নৌ ও হাইওয়ে পুলিশের যেসব পদক্ষেপ ও পরামর্শ:
১. ঈদযাত্রা ও নদী কেন্দ্রিক ১০৮টি হাটের নিরাপওা নিশ্চিন্তে হাইওয়ে ও নৌপুলিশ সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করেছে।
২.যদি কোন কারণে পশুবাহী লঞ্চ বা ট্রলার দূর্ঘটনার শিকার হয়, তাহলে দেরি না করে পশুর গলার দড়ি কেটে দিতে হবে যাতে পশুটি বেঁচে যায় ।
৪. নৌপথে কোরবানীর পশুসহ অন্যান্য পণ্যবাহী নৌযান কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নৌ পুলিশের বিশেষ নজরদারী থাকবে।
৫.নৌ পথে যেকোন সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর-০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধম্যে নৌ পুলিশকে অবহিত করলে নৌ পুলিশ সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৬.সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে মহাসড়কের কোথাও গাড়ি থামানো যাবে না।
৭.কোনো পশুর হাটের ভলানটিয়ার জোরপূর্বক বা বাধা দিয়ে পশুবাহী গাড়ি হাটে ঢোকাতে পারবে না। এ জন্য প্রত্যেক পশুর গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না।
৮. মহাসড়কে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের বহনকারী যান আটকিয়ে চাঁদাবাজি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৯. পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারিরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য হাইওয়ে পুলিশের নজরদারি ও তদারকি থাকবে।
৯. ঈদুল আজহার আগে ২৪ জুন থেকে ঈদের পর ৪ জুলাই পর্যন্ত বালুবাহী ব্লাক হেড চলাচল বন্ধ থাকবে।