ডিসেম্বর ১৫, ২০২১, ০৫:০৬ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালনের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে হাইকোর্টে শুনানি আদালতের অবকাশকালীর ছুটির পর হবে। বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন বিষয়ে সকল নথি গতকাল (১৪ ডিসেম্বর) আদালতে দায়ের করা হয়েছিলো। পরে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান শুনানির জন্য আজকের দিন ঠিক করলেও, আজ প্রধান বিচারপতির শেষ কর্মদিবস হওয়ায় এ সম্পর্কীয় ব্যস্ততার কারণে শুনানি সংগঠিত করা সম্ভব হয়নি।
চলতি বছরের ৩১ মে খালেদা জিয়ার ভিন্ন ভিন্ন জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথি। রিটে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং খালেদা জিয়াকে বিবাদী করা হয়।