চাঁদা না দেয়ায় প্রবাসে বাংলাদেশিকে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৪:০৩ পিএম

চাঁদা না দেয়ায় প্রবাসে বাংলাদেশিকে হত্যা

দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৩২) নামে এক বাংলাদেশিকে স্থানীয় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।  

গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি আফ্রিকার স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে। শুক্রবার বিকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান।

গোলাম মোস্তফার বড় ভাই কিরন গণমাধ্যমে বলেন, “দীর্ঘদিন ধরে তার ভাই আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসাবে কাজ করতো। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর রাত পৌনে ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে না চাইলে সন্ত্রাসীরা গুলি করে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই গোলাম মোস্তফা মারা যায়। খবর পেয়ে সেদেশের পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে।

গোলাম মোস্তফার মরদেহ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে দূতবাসসহ সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করেছেন তিনি।

Link copied!