জাতিসংঘ বৈঠকে যোগ দিতে আইজিপি’র যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্রসচিব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৮, ২০২২, ০৫:৪৫ পিএম

জাতিসংঘ বৈঠকে যোগ দিতে আইজিপি’র যুক্তরাষ্ট্র সফর নিয়ে যা জানালেন পররাষ্ট্রসচিব

কোনো রকম অসুবিধা না হলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আগে জানানোর চেষ্টা করবো বলেও তিনি জানান।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক (বর্তমানে আইজিপি) বেনজীর আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

যুক্তরাষ্ট্র যাদের নিষেধাজ্ঞা দেয়, তারা জাতিসংঘের আমন্ত্রণে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, “এ রকম একটি জেন্টলম্যান বা কনভেশন আছে জাতিসংঘের মিটিংয়ে যেতে গেলে। তবে আমরা অতীতে এই নিয়মের ব্যতিক্রমও দেখেছি। তবে এটা না হওয়া পর্যন্ত আগে থেকে বলা মুশকিল।”

পুলিশের মহাপরিদর্শক যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কিনা বা ওই দেশে প্রবেশের ব্যাপারে আগেভাগে জানার চেষ্টা করবেন কিনা-এমন প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, “এ বিষয়ে আমরা এখনো যোগাযোগ করি নাই। তবে সামনের দিনগুলোতে যোগাযোগ করবো।

পররাষ্ট্র সচিব বলেন, “ যেহেতু জিও হয়েছে, তার (আইজিপি) যাওয়ার পরিকল্পনা।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দিতে আইজিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

র‌্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেওয়া একটি আইনি প্রক্রিয়া উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, “এতে স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অংশ নেওয়ার প্রশাংসা করেছে যুক্তরাষ্ট্র।”

মানবাধিকার ইস্যুতে ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো ধরনের অপপ্রয়োগ থাকলে সেটি বাংলাদেশ কমাতে চায় বলেও জানান পররাষ্ট্র সচিব।

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ রয়েছেন। তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। বেনজীর আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায়ও পড়েন তিনি।

এ ছাড়া র‌্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। এছাড়া, র‌্যাব-৭–এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপরও মার্কিন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

Link copied!