জাতীয় ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২২, ০৮:৪১ পিএম

জাতীয় ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর উত্তরা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনায় বিভিন্ন অনিয়মের কারণে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

তদারকিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়া অপেক্ষা বেশি মূল্যে টিকিট বিক্রির অপরাধে ঢাকা এক্সপ্রেসকে ২০ হাজার টাকা, পচা বাসি পিজ্জা, বার্গার, স্যান্ডউইচ, বুরহানি, বুন্দিয়া, চিকেন ফ্রাই ইত্যাদি ইফতার সামগ্রী বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভুতের আড্ডা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মা বিরানী হাউসকে ৫ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে গাজীপুর জেলার টঙ্গী এলাকার রুমা কনফেকশনারিকে ২ হাজার টাকা ও জনতা হোটেল ও রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, টিকিট ক্রয়ে প্রতারিত হলে ভোক্তা হটলাইন 16121 নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  এছাড়া প্রমানকসহ nccc@dncrp.gov.bd ইমেইলযোগে/ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসে/ সরাসরি অধিদপ্তরে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও অধিদপ্তর জানায়।

 

Link copied!