জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টারের বক্তব্য সঠিক নয়: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২২, ০১:২৪ পিএম

জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টারের বক্তব্য সঠিক নয়: ফখরুল

বিএনপি নেতাদের নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার  যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রা্জধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির শ্রদ্ধা জানানো পর্ব শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ১৭ মার্চ অনুষ্ঠিত অচিম ট্রস্টারের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে ‘দেশে মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেন।

এরই পরিপ্রেক্ষীতে, গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জার্মান রাষ্ট্রদূত বলেন, ১৭ মার্চের আলাপে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বিএনপি নেতাদের কাছে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। কিন্তু তাকে উদ্ধৃত করে সেই উদ্বেগের কথা বলা হয়েছে, যা সঠিক নয়।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। নির্বাচন ঘিরে সহিংসতা না হয়, সেটাই চায় জার্মানি।

জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার বলেন, “ আমাকে উদ্ধৃত্ত করে দলটির নেতারা গণমাধ্যমে যে কথা বলেছেন তাতে আমরা অসন্তুষ্ট। বিএনপি কেন নির্বাচনে অংশ নেয়নি এবং নিতে চায় না, বৈঠকে সে বিষয়টি ব্যাখ্যা করেছেন দলটির নেতারা। এর বেশি কোনো আলোচনা হয়নি।”

অচিম ট্রষ্টার আরও বলেন, বিএনপির সঙ্গে বৈঠকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আমরা কোনও উদ্বেগ জানাইনি। এটা নিয়ে তারা মিসকোট করেছে, সে কারণে অসন্তুষ্ট। কারো মাধ্যমে উদ্ধৃত্ত হতে চাই না।

জার্মান রাষ্ট্রদীতের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বলেন, “ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সঠিক বলেননি। তাকে কোট করে কোনো কথা বলেনি বিএনপির প্রতিনিধি।”

সরকার পরিকল্পিতভাবে দেশ থেকে গণতন্ত্র হরণ করেছে-উল্লেখ করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন, “ ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে প্রমাণিত হয় দেশে কোনো সরকার নেই।” এ সহিসংসতার জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন বিএনপি মহাসচিব।

Link copied!