ডুবন্ত ট্রলারে ১০ লাশ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৩, ০৯:৫৫ পিএম

ডুবন্ত ট্রলারে ১০ লাশ উদ্ধারের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

কক্সবাজারে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট এলাকার সাগরে ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই জেলেকে।

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার নিহত সামশুল আলমের স্ত্রী রোকিয়া আকতার বাদী হয়ে মঙ্গলবার বিকেলে মামলাটি করেন। সামশুল আলম ডুবিয়ে দেওয়া ট্রলারটির মালিক।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

তিনি জানান, মামলার এজাহারে ৪ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মাতারবাড়ি এলাকার ট্রলার মালিক বাইট্টা কামাল ও ৪ নম্বর আসামি ট্রলার মাঝি করিম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

মামলায় মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মৃত সামশুল আলমের ছেলে কামাল হোসেন ওরফে বাইট্যা কামালকে ১ নম্বর, কামালের ভাই আনোয়ার হোসেনকে (৪০) ২ নম্বর, বাবুল মাঝি ওরফে শুক্কুর কোম্পানিকে ৩ নম্বর ও মহেশখালীর মোহরাকাটার করিম সিকদারকে (৫৫) ৪ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০-৬০ জনকে। তাঁদের মধ্যে কামাল হোসেন ওরফে বাইট্যা কামাল ও করিম সিকদারকে আজ বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সামশুল আলম ১০-১২ জন মাঝি-মাল্লাসহ ৭ এপ্রিল বিকেল পাঁচটার দিকে নিজের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে নামেন। ৮ এপ্রিল সকাল ৮টার দিকে সামশুল তাঁর (বাদীর) মুঠোফোনে কল করে জানান, জালে অনেক মাছ ধরা পড়েছে। এর পর থেকে নানাভাবে চেষ্টা করেও তাঁর স্বামীর মুঠোফোনে যোগাযোগ করতে পারেননি।

এজাহারে আরও বলা হয়, সামশুল আলম সাগরে মাছ ধরতে গেলে আসামিরা বিভিন্ন সময় মাছ ধরতে বাধা ও হত্যার হুমকি দিতেন। পূর্বশত্রুতার জেরে তাঁরা ৫০-৬০ জন মিলে সামশুলের ট্রলারে থাকা মাছ ও জাল লুট করেন। এতে বাধা দিতে গেলে সামশুলসহ অন্যদের গলায় দড়ি পেঁচিয়ে, হাত-পা দড়ি ও জাল দিয়ে বেঁধে বোটের মাছ রাখার কক্ষে আটকে রাখেন। এরপর কাঠ দিয়ে পেরেক মেরে কক্ষ আটকে লাশ গুম করার উদ্দেশ্যে ট্রলারের তলা ফুটা করে দেন। এতে ট্রলারটি পানিতে ডুবিয়ে যায়।

Link copied!