অনিয়মের অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবস্থিত ঢালিস আম্বার রিসোর্টকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে রিসোর্টটিতে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
জরিমানার বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটিতে মানবদেহের জন্য ক্ষতিকারক রঙ, আমদানিকারকের তথ্যবিহীন বিভিন্ন খাদ্যপণ্য, ফ্রিজে রান্না করা এবং কাঁচা মাংস একসঙ্গে রাখা, ফ্রিজ অপরিষ্কার, ডাস্টবিন খোলা রাখা, দুর্গন্ধযুক্ত, লেভেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য, মেয়াদবিহীন মাংস ও মাছ, ফ্লোর অপরিষ্কার থাকার মতো বিষয়গুলো উল্লেখ করেন উম্মে সালিক রুমাইয়া।
ম্যাজিস্ট্রেট উম্মে সালিক জানান, তাদের দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা কাগজের জন্য আবেদন করবে এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেবে। সেটি করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিটি ধারায় নিয়মিত মামলা দেওয়া হবে।