তিন মাসে আসছে সিনোফার্মের দেড় কোটি টিকা: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২১, ০৬:১২ পিএম

তিন মাসে আসছে সিনোফার্মের দেড় কোটি টিকা: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধী টিকা ক্রয়ের বানিজ্যিক চুক্তি অনুযায়ি চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্ম আগামী তিন মাসের মধ্যে দেড় কোটি ডোজ টিকা বাংলাদেশে পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। শনিবার (১০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী তিন মাসের জন্য আমরা চীনের সঙ্গে চুক্তি করেছি, আমরা সেই টিকাগুলো পাব। আমরা টিকার সরবরাহটা নিশ্চিত করেছি। ইতোমধ্যে প্রায় ৪৫ লাখ টিকা এনেছি।’

বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১০ লাখ টিকা পাবে উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘আমরা ইইউ থেকে ১০ লাখ টিকা পাব। সেটা কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারা এটা এলে নিতে পারবেন ‘

জাপান থেকে ২৫ লাখ টিকা পাওয়ার আশাবাদ ব্যক্ত করে ড. এ কে আব্দুল মোমেন বলেন,  ‘আমার সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। তিনিও আমাকে টিকা দেবেন বলেছেন। কতগুলো দেবেন সঠিক সংখ্যাটা বলেননি। আমি আশা করি, ২৫ লাখের নিচে না, আরও বেশিও হতে পারে। এগুলো কোভ্যাক্সের আওতায় হবে। এগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না।’

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রেলিয়া থেকেও টিকা আনার বিষয়ে সরকার আলাপ করছে। রাশিয়া থেকে টিকা আনার বিষয়ে সরকার চুক্তি চূড়ান্ত করে ফেলেছে বলেও তিনি জানান।

দেশে যৌথভাবে করোনা টিকার উৎপাদনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকার যৌথ উৎপাদনে চীন ও রাশিয়ার সঙ্গে আলাপ করছে সরকার।আলোচনা বেশ অগ্রসর হয়েছে বলেও তিনি জানান। এসময় তিনি করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে  দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।

 

Link copied!