তিন মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৩, ১২:৫৬ পিএম

তিন মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে

দেশের তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে পাওনা বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন।

রায়ে গ্রামীণফোনের ১৪০০ কোটি, রবির ৫০০ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। মোবাইল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

Link copied!