তৈরির দুই বছর পরে সংস্কার করতে হচ্ছে, তাহলে ফোরলেন করে লাভ কি?

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৪:৪৯ পিএম

তৈরির দুই বছর পরে সংস্কার করতে হচ্ছে, তাহলে ফোরলেন করে লাভ কি?

দেশের যোগাযোগ ব্যবস্থায় সরকার যখন বিপ্লব ঘটাচ্ছে সেখানে নতুন চার লেনের রাস্তায় কাজের মান খারাপ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বছর শেষ না হতেই নতুন রাস্তা সংস্কার করতে হলে ফোরলেন করে লাভ কি- তাও জানতে চান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়ার্ক প্যাকেজ-৩ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ফোরলেন রাস্তার কাজের মান নিয়ে অসন্তোষ জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “ঢাকা-চট্টগ্রাম দুই বছর পরে সংস্কার করতে হচ্ছে। এই জন্য আবার আলাদা প্রকল্প নিতে হচ্ছে। নবীনগর-চন্দ্রা সড়ক এক বছর না যেতেই ছেড়া কাঁথার মতো জোড়াতালি অবস্থা? এই ফোরলেন দিয়ে কি হবে?”

ওবায়দুল কাদের বলেন, “আমাদের কাজের মতো কাজ করতে হবে। আমাদের কোয়ালিটির বিষয় প্রথমে নজর দিতে হবে। আমাদের রাস্তুাগুলোকে রক্ষা করতে হবে। ২৮টি লোড কন্ট্রোল স্ট্রেশন হওয়ার কথা। কিন্তু এটা হবে কবে হবে কেউ জানে না।”

সেতুমন্ত্রী বলেন, “আমরা রাস্তাগুলোকে রক্ষা করতে পারছি না। কিছুদিন পরে রাস্তা নষ্ট হচ্ছে। রাস্তা রক্ষা করতে যা দরকার তা করতে হবে। ২৮টি এক্সেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন করতে হবে।”

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট রাস্তার প্রয়োজন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, “আমরা যদি স্মার্ট বাংলাদেশ গড়ে চাই তবে তবে স্মার্ট রাস্তা দরকার। নতুন রাস্তা দরকার নাই, বিদ্যমান সড়ক স্মার্ট করতে হবে। চলমান প্রকল্পগুলো শেষ করবো কোয়ালিটি বজায় রেখে। এই মুহূর্তে সড়কের নতুন প্রকল্প দরকার নেই।”

Link copied!