দিনাজপুরে পৃথক স্থানে বজ্রাঘাতে ৭ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ১২:৩৫ এএম

দিনাজপুরে পৃথক স্থানে বজ্রাঘাতে ৭ জনের মৃত্যু

দিনাজপুরে বজ্রাঘাতের পৃথক ঘটনায় ৭ জন মারা গেছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। সোমবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জেলার কোতয়ালি ও চিরিরবন্দর থানা এলাকায় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয় বলে থানা পুলিশ দ্য রিপোর্টকে নিশ্চিত করেছে।

কোতয়ালি থানা পুলিশ সূত্র জানায়, সোমবার (২৩ আগস্ট) বিকাল ৩ টার দিকে সদর উপজেলার রেলঘুন্টি এলাকায় বজ্রাঘাতে ৪ কিশোরের মৃত্যু হয়েছে। তারা সবাই একসঙ্গে মোবাইলে গেম খেলছিল।

মৃতরা হচ্ছে- স্থানীয় আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), মৃত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) ও সাজু মণ্ডলের ছেলে মিম মণ্ডল (১৩)। বজ্রাঘাতে মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) এবং অপর আর একজন আহত হয় বলে থানা পুলিশ জানায়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন দ্য রিপোর্টকে বলেন, সোমবার বিকেলে বজ্রাঘাতের সময় কিশোররা একসাথে মোবাইলে গেম খেলছিল। ঘটনাস্থলে ৪ কিশোরের মৃত্যু হয়। আহত ৩ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে বলেও তিনি জানান।

এদিকে, জেলার চিরিরবন্দর উপজেলার সুখদেবপুর এলাকায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু হয় বলে চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে। মৃতরা হলেন- সাইমুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), মোকসেদ আলীর ছেলে নুর ইসলাম (২৬) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২৫)।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার ৩টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।’

 

Link copied!