আগস্ট ৩১, ২০২১, ০৭:০৩ পিএম
নির্মাণাধীন পদ্মা সেতুর একটি স্প্যানে ফেরির ধাক্কা দেওয়ার ঘটনায় গভীর ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৩১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি ফেরি শিমুলিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানকে ধাক্কা দিলে ফেরির মাস্তুল ভেঙে যায়।
এ ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আজকের ঘটনায় মধ্যে গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। এটার পেছনে কোনও...আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আমি বলেছি, সিনিয়র মন্ত্রী ওবায়দুল কাদেরও আজকে নির্দেশনা দিয়েছেন। এটা গভীরভাবে তদন্ত করে এর পেছনের রহস্য অবশ্যই উদঘাটন করতে হবে।”
পদ্মা সেতুর উচ্চতা অনুযায়ী স্প্যানে কোনও নৌযানের ধাক্কা লাগার কথা নয় জানিয়ে তিনি বলেন, ‘‘পদ্মা সেতুর যে নকশা করা হয়েছে, সে নকশা অনুযায়ী যে উচ্চতা থাকার কথা, সেখানে কোনোভাবেই উপরের স্প্যানে আঘাত লাগার কথা নয়। আজ এটা হয়েছে, কেন হয়েছে? আমরা বলেছি, এটার নিবিড় তদন্ত করতে হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, এ ঘটনার পেছনে অন্য কিছু উদ্দেশ্য আছে কিনা সেটা আমাদের ভাবিয়ে তুলছে।’’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “যদিও পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে স্প্যানের মধ্যে তারা কোনও ধরনের আঘাতের চিহ্ন পাননি। আমরা ভিডিওতে দেখলাম সেখানে ধাক্কা লেগেছে। তারা স্থান পরিদর্শন করে দেখেছেন, কোনও আঘাতের চিহ্ন নেই। এগুলো তদন্ত করলে সব বেরিয়ে আসবে।”
উল্লেখ্য, চলতি আগস্ট ও তার আগের মাসে একাধিক বার পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। গত ১৩ আগস্ট কাকলি নামে একটি ফেরি সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এরও আগে, রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গত ৯ আগস্ট একই পিলারে আঘাত করে।
এছাড়া, গত ২০ ও ২৩ জুলাই পদ্মা সেতুর দুই পিলারে ফেরির আঘাত করার ঘটনা ঘটে। সাধারণ ডায়েরি (জিডি), ঘটনার তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এসব ঘটনার পূনরাবৃত্তি।