পিরোজপুরে দফায় দফায় আ.লীগ–বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২২, ০৮:৪৬ এএম

পিরোজপুরে দফায় দফায় আ.লীগ–বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা–কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা আসার সময় পথে বাধা দেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলার কালীবাড়ি মোড়, সাতকাছিমা ও হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কয়েক দফার সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিএনপির কার্যালয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, ‘সভা শেষে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে ৪০ থেকে ৫০ জন এসে আমার ওপর হামলা চালায়। হামলায় আমিসহ সঙ্গে থাকা আট নেতাকর্মী আহত হয়।’

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব বলেন, আমাদের সমাবেশে আসার পথে কয়েকটি স্থানে নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহ ২৫-৩০ জন আহত হয়েছে।’

যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন নাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। বিএনপির লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমাদের লোকজন বেশি আহত হয়েছে।’

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। তবে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছেন।

Link copied!