সেপ্টেম্বর ১১, ২০২২, ০২:৩৩ পিএম
দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে এবং মণ্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে। আমরা বলেছি, প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অপপ্রচার বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক থাকবে প্রতিটা মণ্ডপে টহল জোরদার থাকবে বলেও জানান মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার সারাদেশে মোট ৩২ হাজার ২৬৮ পূজামণ্ডপে দূর্গাপূজা উদযাপন হবে।