পোড়া ১টি লুঙ্গি ১ লাখ টাকায় কিনলেন তাহসান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২৩, ০৩:৫৮ পিএম

পোড়া ১টি লুঙ্গি ১ লাখ টাকায় কিনলেন তাহসান

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেল। ঈদকে সামনে রেখে ব্যস্ততার দিনগুলোর মাঝেই আগুন কেড়ে সবকিছু। শত কোটি টাকার পণ্য পুড়ে হলো ছাই। নিঃস্ব হয়ে গেলেন অনেক কোটিপতি ব্যবসায়ী। 

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। এবার নিজ সামর্থ্যানুযায়ী তাদের পাশে দাঁড়ালেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।

একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দের মাধ্যমে ব্যবসায়ীদের পাশে দাঁড়ান তিনি।

https://www.facebook.com/Bidyanondo/posts/pfbid0Jq2B6ir6xQDUwZv5LzRVnZ2BdCBkYC6wsd6aYTJRX9UxeN3zDrzudLv5wPjsfHKUl

বুধবার (৫ এপ্রিল) বিদ্যানন্দের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, পুড়ে যাওয়া একটি লুঙ্গি এক লাখ টাকায় কিনে নিয়েছেন জনপ্রিয় এই তারকা।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে বিদ্যানন্দ এই অর্থ পৌঁছে দিচ্ছে।

বিদ্যানন্দ জানায়, তারা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে নগদ এক কোটি টাকা তুলে দিতে চায়। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

Link copied!