জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:১৬ পিএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি। তিনি জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তাদের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে। তিনি বলেন, একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তেমনই চব্বিশের জুলাই যোদ্ধারাও স্বার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন। আমরা শহীদদের ফিরিয়ে আনতে পারব না, কিন্তু তাদের পরিবার যেন কিছুটা ভালোভাবে জীবন যাপন করতে পারে, সে ব্যবস্থা নেব।
আজ রবিবার রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জুলাই আন্দোলনে নিহত নেতাকর্মী ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শহীদ নেতাকর্মীর পরিবার, আহত নেতাকর্মী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। অনেকেই হুইলচেয়ারে বা স্ক্র্যাচের সহায়তায় আসেন। তারা তারেক রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন।
তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যর্থ হলে এভাবে শোকসভা ও শোকগাঁথা চলতেই থাকবে। তাই গণতন্ত্রকামী মানুষের বিজয়গাঁথা রচনা করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অনেকে এক চোখ হারিয়েছেন, কেউ দু’টো চোখই নষ্ট হয়েছেন এবং অনেকেই পঙ্গু হয়েছেন। দেড় হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে, যা গণহত্যা হিসেবে ধরা যায়। তিনি যোগ করেন, “জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সাহসিকতার কারণে ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
তারেক রহমান বলেন, জুলাই আন্দোলন কোনও ব্যক্তি বা দলগত আন্দোলন নয়। এটি অধিকারহারা মানুষের গণ-আন্দোলন। স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষের জন্য তা রক্ষা করা জরুরি।
মতবিনিময় সভায় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস ছাত্তার পাটোয়ারীও উপস্থিত ছিলেন।