প্রকাশ্যে গলাকেটে এনজিওকর্মীকে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২৩, ১১:০৫ এএম

প্রকাশ্যে গলাকেটে এনজিওকর্মীকে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপের রাঙ্গুনিয়া ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক চম্পা চাকমাকে (২৮) হত্যা করেছে এনজিওটির এক ঋণগ্রহীতা। ঋণ পরিশোধ নিয়ে দ্বন্দ্ব থেকে এনামুল হক নামে ওই ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ মার্চ) রাতে উপজেলার ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, পদক্ষেপ এনজিও থেকে বোনের নামে ১ লাখ টাকা ঋণ নিয়েছিলেন উপজেলার উত্তর পারুয়া গ্রামের এনামুল। প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তিতে এই ঋণ পরিশোধের কথা ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধ করতে না পারায় এনামুলের সাথে চম্পা চাকমার কথাকাটাকাটি হয়। এর জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানায় পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী গণমাধ্যমকে জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে এনামুল ছুরি নিয়ে পদক্ষেপ এনজিও কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলেন। অফিসের কাজ শেষ করে চম্পা বাসায় ফেরার সময় এনামুল তার সাথে পুনরায় বিতণ্ডায় জড়ান। এর এক পর্যায়ে এনামুল সঙ্গে থাকা ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন। সহকর্মী ও স্থানীয়রা চম্পা চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, প্রত্যক্ষদর্শীরা এনামুলকে ধরতে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহত চম্পা রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা। 

Link copied!