প্রতি মাসে তেল-গ‌্যাসের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ১০:২৬ পিএম

প্রতি মাসে তেল-গ‌্যাসের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী

প্রতি মাসে জ্বালানি তেল, গ‌্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ে সরকার একটি কৌশল নির্ধারণ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার বিদ্যুৎ ভবনে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  ‘জ্বালানি খাতে ভর্তুকি কমাতে নতুন একটি রূপ রেখা প্রণয়নের কাজ করা হচ্ছে। এখন থেকে প্রতি মাসেই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে। ’

বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার প্রভাবেই বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

তবে নতুন দাম গ্রাহকের সহনীয় সীমায় থাকার প্রত্যাশা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দাম বাড়ানোর পরও ভর্তুকি অব্যাহত রাখতে হবে সরকারকে।

মন্ত্রিসভার অনুমোদনের পর গত ১ ডিসেম্বর ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ জারি হয়। এ অধ‌্যাদেশ অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নয়, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয় করতে পারবে সরকার।

Link copied!