বরিশালের পথে বার্ন ইনস্টিটিউটের ৬ চিকিৎসক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ০৫:০৩ পিএম

বরিশালের পথে বার্ন ইনস্টিটিউটের ৬ চিকিৎসক

ঢাকা থেকে বরগুনা অভিমুখী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের অনেকেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর না করে সেখানেই চিকিৎসা দিতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ৬ সদস্যের মেডিকেল টিম বরিশাল মেডিকেলের উদ্দেশে্য রওনা হয়েছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে তারা বরিশালের উদ্দেশে রওনা হন।

ছয় সদস্যের দলে রয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মাসরুর রহমান আবির, সহকারী অধ্যাপক নুর আলম, ডা. মোর্শেদ কামাল, ডা. মৃদুল কান্তি সাহা, ডা, ইশতিয়াক এবং ডা. মুনতাসীর।

https://www.facebook.com/thereportdotlive/videos/997202161144508/

এদিকে, লঞ্চে আগুনের ঘটনায় ভয়াবহভাবে দগ্ধ হওয়া চারজনকে বরিশাল থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

তারা হলেন, জেফরিন ও তার ছেলে মুনতাসীর এবং বাচ্চু মিয়া ও তার কন্যা সাদিয়া।

ঢাকা থেকে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ ঝালকাঠি সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় গতকাল রাত তিনটার দিকে ইঞ্জিনে আগুন ধরে ৪০ জনের প্রাণহানি এবং ৭০ জনের বেশি দগ্ধ হন।

Link copied!