মার্চ ২৬, ২০২১, ০৭:২৮ পিএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস। বৃহস্পতিবার (২৫ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের নবম দিন আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এই ভিডিও বার্তাটি প্রচার করা হয়।
ভিডিও বার্তায় প্রিন্স চার্লস বলেন, ‘আমরা সব সময় পরস্পরের অংশীদার থাকবো।’ দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিরও প্রশংসা করেন তিনি।
বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখার সুযোগ হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সাফল্য উল্লেখ করার মতো।
১৯৯০ সালের পর বাংলাদেশের দেড় কোটি মানুষের দারিদ্র্যসীমা থেকে উত্তরণ, জীবনযাত্রার মানোন্নয়ন, মৃত্যুহার কমিয়ে আনা এবং বিশ্বের অন্যতম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হওয়ার প্রশংসা করেন চার্লস। তিনি বলেন, ‘গত ৩০ বছরে ৫০ লাখ মানুষের দারিদ্র্য বিমোচন হয়েছে। এছাড়া সামাজিক সূচকে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে।’
বাংলাদেশিদের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে চার্লস বলেন, ‘বাংলাদেশের মানুষের অভাবনীয় বুদ্ধিমত্তা সারা বিশ্বেই প্রশংসিত। বিশেষ করে যুক্তরাজ্যের ছয় লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক দুই দেশের মধ্যে সেতুবন্ধন ও নিবিড় যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছে। জীবনের সর্বক্ষেত্রে এই কমিউনিটির অবদান আমি দেখেছি।’