বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ইসি সার্চ কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২২, ০১:১৪ পিএম

বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ইসি সার্চ কমিটি গঠন

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে সার্চ কমিটি গঠন করা হয়েছে। শনিবার প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। সার্চ কমিটিতে রাষ্ট্রপতির মনোনীত হলেন দুইজন। তারা হলেন অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন। 

নিয়ম অনুযায়ী হয়েছে বাকি সদস্য 

নিয়ম অনুযায়ী কমিটির সদস্য হিসেবে থাকবেন প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের আরেকজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুই বিশিষ্ট নাগরিক। সে হিসেবে সার্চ কমিটিতে হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে থাকছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান। মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী এবং পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এই সার্চ কমিটিতে থাকছেন।

PSC-2

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমান কমিশনের মেয়াদ

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এর আগেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ইসি গঠন করবেন। ইসি গঠন নিয়ে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই বিলে স্বাক্ষরও করেছেন। ফলে প্রথমবারের ইসি গঠনে আইন পেয়েছে বাংলাদেশ। নতুন এ আইনের আলোকেই চলতি সপ্তাহে ইসি গঠন প্রক্রিয়াসহ সার্চ কমিটি গঠন হবে।

Link copied!