যাত্রী চলাচলের জন্য নতুন আরও দুটি স্টেশন যুক্ত হচ্ছে মেট্রো রেলপথে। বুধবার (১৫ মার্চ) থেকে যাত্রীরা কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।সর্বশেষ চলতি মাসের শুরুতে মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি যুক্ত হলে মেট্রোরেলে স্টেশনের সংখ্যা হবে সাতটি।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের উত্তরা সেন্টার বা দুই নম্বর স্টেশন চালু হয়। পরবর্তীতে ১ মার্চ মিরপুর-১০ স্টেশন চালু হয়।
এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের যুগে পা দেয় বাংলাদেশ। প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সীমিত পরিসরে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলে মেট্রোরেল। পরে ২৫ জানুয়ারি পল্লবী স্টেশনেও থামা শুরু করে মেট্রোরেল।
২০১২ সালে নেয়া মেট্রোরেল প্রকল্প এক দশক পর আংশিক চালু হয়েছে। চালু হওয়া মেট্রোরেল প্রকল্পটির নাম এমআরটি লাইন-৬। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১ কিলোমিটারের বেশি। এর মধ্যে থাকছে ১৭টি স্টেশন।মেট্রোরেল নির্মাণে ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় ২০২১ সালের আগস্টে। পরে ১৬ মাস পরীক্ষামূলক চলাচল শেষে ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালু হয়।