মিথ্যাচারকারী ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়: ধর্ম প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ১০:৪২ পিএম

মিথ্যাচারকারী ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়: ধর্ম প্রতিমন্ত্রী

জনসম্মুখে ধর্মীয় নেতারা মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (২ আগস্ট) জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করা হলে স্থানীয় প্রশাসন/ আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়াও অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে যদি মিথ্যা ও বানোয়াট তথা জনসম্মুখে উপস্থাপন করা হয়, তা হলে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন / আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে থাকে।’’

সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতা হেনা লাভলীর উত্থাপিত প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ‘ধর্ম ও ধর্মীয় মূল্যববোধের যথাযথ পরিপালনে সাধারণ শিক্ষায় শিক্ষিত নাগরিকদের মাঝে ইসলামের আলোকে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষক, আইনজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রভৃতি পেশাজীবী শ্রেণিকে সাথে নিয়ে সভা-সেমিনার আয়োজন করা হয়’। জুমআর প্রাক-খুতবায় এসব বিষয় নিয়ে আলোচনা করতে সকল মসজিদের খতিবকে অনুরোধ করা হয়ে থাকে বলেও তিনি জানান।

Link copied!